• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৭, ২০১৯, ০৫:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৭, ২০১৯, ০৫:৪৭ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্ণেল অলির নতুন প্লাটফর্ম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্ণেল অলির নতুন প্লাটফর্ম

অনেক জল্পনা-কল্পনা শেষে আলাদা রাজনৈতিক প্লাটফর্ম ঘোষণা করলেন সাবেক বিএনপি নেতা বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা কর্নেল (অব.) ড. অলি আহমদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন এই প্লাটফর্মের ঘোষণা দিলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নতুন এ রাজনৈতিক প্লাটফর্মের ঘোষণা দেন। জাতীয় সংসদের মধ্যবর্তী নির্বাচন ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খেলাফত মসলিসের আহম্মেদ আলী তাহের, ডেমোক্রেটিক ন্যাশনাল মুভমেন্টের মুহিব খান, এলডিপির সাধারণ সম্পাদক রেদোয়ান আহম্মেদ, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের মনোনয়ন নেয়া সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই বিএনপির গত জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল এলডিপির সভাপতি কর্নেল অলির হাতে ফুল দিয়ে এলডিপিতে যোগ দেন।

গণমাধ্যমের  প্রশ্নের জবাবে অলি বলেন, ১৯৭১ সালের জামায়াত আর ২০১৯ সালের জামায়াত এক নয়। আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে নিয়ে এগুতে চাই। জাতিকে বিভক্তি করে নয়।

২০ দলের বাইরে এ জোট কি-না এমন প্রশ্নের জবাবে অলি বলেন, ২০ দল আছে, থাকবে। বিএনপি মূল দল। তাদের ড. কামালের সঙ্গেও তো জোট আছে।

আপনার জোটে কারা থাকছে জানতে চাইলে অলি বলেন, দেখতেই তো পাচ্ছেন আমার পাশে কারা বসে আছেন।

ক্ষয়িঞ্চু শক্তির বিএনপির বিকল্প হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদী ধারার রাজনীতির নেতৃত্ব দিতে এক সময়ের বিএনপিরই নেতা বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ উদ্যোগও গ্রহণ করেছেন বলে গত ১৯ জুন দৈনিক জাগরণে (https://www.dailyjagaran.com/politics/news/21395) প্রথম সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে বলা হয়, ‘‘বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকদের সঙ্গে তিনি এ বিষয়ে নিয়মিত কথা বলছেন।আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অবশেষে কর্নেল অলি বিএনপির বলয়ের বাইরে আলাদা রাজনৈতিক প্লাটফর্মের ঘোষণা দিলেন। 

টিএস/এসএমএম

আরও পড়ুন