• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০১৯, ০৮:৫৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০১৯, ১২:৪০ পিএম

বাম জোটের অর্ধদিবস হরতাল

আইনশৃঙ্খলা বাহিনীর বলয়ে রাজধানী 

আইনশৃঙ্খলা বাহিনীর বলয়ে রাজধানী 

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে আজ রোববার (৭ জুলাই) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ হরতালকে ঘিরে রাজধানীতে যাতে কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে এজন্য শনিবার (৬ জুলাই) মধ্যরাত থেকে আইনঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এরইমধ্যে পুলিশের পাশাপাশি রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাত থেকেই চলছে ব্যাপক তল্লাশি। পুলিশ র‌্যাবের বলয়ে রয়েছে ব্যাংক-বিমা, অফিস পাড়া, আদালত, হাইকোর্ট ও সচিবালয় এলাকা।

গোয়েন্দা সূত্র বলছে, বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে বিএনপির নৈতিক সমর্থনের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে নির্দেশ এসেছে।

হরতালকে ঘিরে নিরাপত্তা বলয়ে রাজধানী -ছবি : কাশেম হারুণ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ৩০ জুন সব ধরনের গ্রাহক পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। গ্যাসের এই বাড়তি দাম ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। এরপরই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোট হরতালের ডাক দেয়।
 
হরতালে নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আতিয়ার হোসেন। তিনি বলেন, কেউ যেন জনগণের সম্পদ ও জীবনের নিরাপত্তায় বাধা তৈরি না করতে পারে সেজন্য পুলিশ সতর্ক থাকবে। তবে পুলিশ সদর দফতর সূত্র বলছে, বাম দলের ডাকা হরতালে পুলিশ সতর্ক থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন হচ্ছে না।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক মিজানুর রহমান বলেন, হরতালের নামে রাজধানীতে কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। এজন্য র‌্যাব সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকবে। তাছাড়াও তারা গুরুত্বপূর্ণ এলাকায় টহলসহ সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে।

এর আগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। গত শুক্রবার (৫ জুলাই) দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমর্থনের কথা জানান।

এইচ এম/একেএস
 

আরও পড়ুন