• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ০৪:২৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০১৯, ০৪:৩৩ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টের নাগরিক শোক র‌্যালি ১৩ অক্টোবর

জাতীয় ঐক্যফ্রন্টের নাগরিক শোক র‌্যালি ১৩ অক্টোবর
মতিঝিলে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের কর্মসূচির কথা জানাচ্ছে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা -ছবি : জাগরণ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে শোক র‌্যালি কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ১৩ অক্টোবর (রোববার) জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ৩টায় এ কর্মসূচি পালন করা হবে।
 
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরের পর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের আইনি চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটির সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
  
সভায় উল্লেখ করা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরকালে গ্রহণকৃত চুক্তির ব্যাপারে স্ট্যাটাস দেয়ার কারণে বুয়েটের ছাত্র ফাহাদকে ছাত্রলীগ নেতা-সংগঠকরা নির্মমভাবে হত্যা করে। এই হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ১৩ অক্টোবর প্রেসক্লাবের সামনে বেলা ৩ টায় জমায়েত শেষে নাগরিক শোক র‌্যালির কর্মসূচি গ্রহণ করেছে। শোক র‌্যালিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন আ স ম আব্দুর রব. ইকবাল হাসান মাহমুদ টুকু, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নুরুল আমীন ব্যাপারি, আব্দুল মালেক রতন, শহীদুল্লাহ কায়সার, তানিয়া রব, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, ডা. জাহিদ প্রমুখ।

টিএস/একেএস

আরও পড়ুন