• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ০৬:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১১, ২০১৯, ০৬:৪৯ পিএম

‘রাঙ্গার বিরুদ্ধে মামলা করবেন নূর হোসেনের মা’

‘রাঙ্গার বিরুদ্ধে মামলা করবেন নূর হোসেনের মা’
জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বক্তব্যের প্রতিবাদে নূর হোসেনের পরিবারের অবস্থান কর্মসূচি- ছবি : সংগৃহীত

‘নূর হোসেন রাজপথে নেমেছে দেশের জন্য, জনগণের জন্য। যে লোক আমার ছেলেকে ইয়াবাখোর বলেছেন, তার বিচার জনগণের কাছে ছেড়ে দিলাম। মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আমি মামলা করতে রাজি আছি।’ এমনটাই মন্তব্য করেছেন নূর হোসেনের মা মরিয়ম বিবি। তিনি বলেন, নূর হোসেন বড়লোক হওয়ার জন্য রাজপথের আন্দোলনে নামেনি।

সোমবার (১১ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রাঙ্গার বক্তব্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন শহীদ নূর হোসেনের পরিবার।

নূর হোসেনের মা বলেন, ‘সে (নূর হোসেন) যদি নেশাখোর হতো, তাহলে দেশের জন্য জীবন দিতো না। কারণ, কোনও নেশাখোর দেশের জন্য জীবন দেয় না।’  

অবস্থান কর্মসূচিতে নূর হোসেনের ভাই আলী হোসেন আরে বলেন, আমার ভাইকে দেশের জনগণ ভালোবাসে, শ্রদ্ধা জানায়। সে নূর হোসেনকে ‘ইয়াবাখোর’, ‘ফেনসিডিলখোর’ বলা হলো কেন? ৩৩ বছর আগে হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের বাসায় গিয়ে আমার বাবার কাছে ক্ষমা চেয়ে এসেছিলেন। আমরা তো ক্ষমা করেই দিয়েছিলাম, কেন ৩৩ বছর পর আবার সে পুরোনো ক্ষতে আঘাত করা হলো?

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই বলেন, তখন কি দেশে ইয়াবা ছিল?

আলী হোসেন বলেন, ‘এদেশের জনগণ রাঙ্গার বিচার করে দিতে পারে। জনগণের প্রতি আহ্বান জানাবো, রাঙ্গাকে বয়কট করা হোক। তার এমপি পদ কেড়ে নেয়া হোক।’

এসময় তিনি প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান। পাশাপাশি রাঙ্গা জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, বোন শাহনাজ বেগম প্রমুখ।

রোববার (১০ নভেম্বর) জাপার মহানগর উত্তর শাখার আয়োজনে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাঙ্গা বলেন, নূর হোসেন ‘ইয়াবাখোর’, ‘ফেনসিডিলখোর’ ছিলেন।

এর পর থেকেই দেশব্যাপী সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাঙ্গার বিচার চায় সাধারণ জনগণ। তবে এ বিষয়ে রাঙ্গা আনুষ্ঠানিকভাবে এখনও মন্তব্য বা বিবৃতি দেননি।
 

টিএফ

 

আরও পড়ুন