• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৬, ২০২০, ০৪:১৬ পিএম

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

দেশকে উন্নত করতে চাইলে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। বুধবার (২৬ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 
বঙ্গবন্ধু ও ৬ দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগীতার আয়োজন করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। বুধবার (২৬ আগস্ট) সকালে আয়োজন করা হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বাঙালির মুক্তির সনদ ছয় দফার পটভূমি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাঙালির মুক্তির সনদ ৬ দফার পটভূমি জাতির পিতার একান্তই নিজস্ব চিন্তার ফসল। তবে, ৮ দফার কথা বলে দেশের একটি দালাল শ্রেণি।

 
প্রধানমন্ত্রীর অভিযোগ, পচাত্তরের পনেরোই আগস্ট পরাজিত শক্তির উত্থান ঘটেছিলো। অর্জিত বিজয়কে আর নস্যাত করার সুযোগ নেই বলেও মত তার।

ছয় দফা বাস্তবায়নে বঙ্গমাতার ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাগরণ/এমইউ