• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ০৩:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৭, ২০২০, ০৩:১৫ পিএম

গুরুতর অসুস্থ ৫ অনশনকারী, হাসপাতালে ভর্তি ২

গুরুতর অসুস্থ ৫ অনশনকারী, হাসপাতালে ভর্তি ২
হাসপাতালে ভর্তি দুই অনশনকারী -ছবি : জাগরণ

ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে অনশনরত ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানান, শীতে এবং পানি শূন্যতার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য পাদদেশে আমরণ অনশন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অনশনকারী দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী এক ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে আরও ৩জন অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসুস্থদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অপূর্ব চক্রবর্তী ও শিক্ষার্থী অর্ক। 

এর আগে সকাল ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস ও সমাজসেবা সম্পাদক প্রদীপ দাস রয়েছেন।

জানা গেছে, তাদের হাসপাতালে নিয়ে যেতে চাইলে তারা রাজি হননি। রাজু ভাস্কর্যের পাদদেশেই স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, সরস্বতী পূজার দিন ভোটগ্রহণে কোনও বিপত্তি ঘটবে না। ইসির এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শিক্ষার্থীরা। নির্বাচন কমিশনের এ ধরনের সিদ্ধান্ত সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

ডাকসু ভিপি ছাড়াও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন ঢাকা সিটি নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে।

এক বিবৃতিতে ভোটগ্রহণের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

জেডএইচ/এইচএম/এসএমএম

আরও পড়ুন