• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০১:০৮ পিএম

আশরাফুলকে চিকিৎসক হতে দিলো না সর্বনাশা আগুন

আশরাফুলকে চিকিৎসক হতে দিলো না সর্বনাশা আগুন
ভাইয়ের মৃত্যুতে এভাবেই ডুকরে কাঁদছিলেন সুজন, ছবি: জাগরণ

 

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল শেষ বর্ষের শিক্ষার্থী আশরাফুলের স্বপ্ন, তার পরিবার ও বংশের স্বপ্নও ছাই করল সর্বনাশা চকবাজারের আগুন। বন্ধুর সঙ্গে জীবনের প্রথমবার দেখা করতে গিয়ে জীবনই দিতে হলো ২৭ বছর বয়সী এই যুবককে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের গেটে পাওয়া যায় আশরাফুলের ছোট ভাই সুজনকে। সঙ্গে ছিলেন কয়েকজন স্বজন। ডুকরে কাঁদছিলেন আর আশরাফুলকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন ছোট ভাই সুজন।

আশরাফুলের বাবা মোহাম্মদ জমশেদ, মা সৈয়দা ফৌজিয়া, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। ছয় ভাইয়ের মাঝে আশরাফুল তৃতীয়।

তার বড় দুই ভাই অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি শুধু একজন মেডিকেল ছাত্রই ছিলেন না, পাশাপাশি একজন কোরআন হাফেজও ছিলেন বলে জানান আশরাফুলের খালাত ভাই জাহাঙ্গীর।
                                        অগ্নিদগ্ধ হয়ে নিহত আশরাফুল 

অঝোর ধারায় কাঁদতে কাঁদতে তিনি বলেন, ওর শোক ওর পরিবার সহ্য করতে পারবে না। ওর বাবা আসতেছে, কিন্তু মৃত্যু সংবাদ জানান হয়নি। মাকেও বলা হয়নি।

বুধবার রাতে কলেজেরই ডেন্টাল ব্যাচের একজন বন্ধুর সঙ্গে দেখা করতে যান আশরাফুল। ওই বন্ধু সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতেন। পরিবারের সদস্যরা টেলিভিশনে প্রচারিত খবর দেখে আশরাফুলের খবর নেয়া শুরু করেন। তার মোবাইল ফোন বন্ধ পান, পরে কলেজের বন্ধুরাও খোঁজ নিয়ে নিশ্চিত হন আশরাফুল সবাইকে ছেড়ে চলে গেছেন।

আশরাফুলের মরদেহ শনাক্ত করেছেন সুজনসহ কয়েকজন।

আরএম/বিএস