• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০৬:২৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২১, ০৬:২৯ পিএম

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, সুইডেন প্রবাসী গ্রেপ্তার

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, সুইডেন প্রবাসী গ্রেপ্তার

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার দায়ে সুইডেন প্রবাসী খালেদ কুদ্দুস ওরফে আবু সায়েমকে (৪০) গ্রেপ্তার করেছে  র‍্যাব-৯।

শুক্রবার ( ৩০ এপ্রিল ) ভোরে জকিগঞ্জের শহরতলীর মেজরটিলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার হওয়া আবু সায়েম জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

র‍্যাব জানায়, খালেদ প্রবাসে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এসব মন্তব্যে ক্ষিপ্ত হয়ে জকিগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি কামরুল ইসলাম ফারুকী মিন্টু বাদী হয়ে জকিগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেন (নং- ৩৩/৩০/০৪/২০২১)।

আবু সায়েম গ্রেপ্তারের পর জকিগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করেছে র‍্যাব।