• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০১৯, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০১৯, ০৩:১৬ পিএম

মশক নিধনে পুরনো ওষুধ আর নয় : মেয়র আতিক

মশক নিধনে পুরনো ওষুধ আর নয় : মেয়র আতিক
মশক নিধন সংক্রান্ত  বৈঠকে বক্তব্য রাখেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম-ছবি : জাগরণ

মশক নিধনে মান্ধাতা আমলের ওষুধ ব্যবহার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর মেয়র আতিকুল ইসলাম।

রোববার (৭ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মশক নিধন সংক্রান্ত বৈঠকে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মেয়র আতিক বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে, তার সিটিতে মশক নিধনে ব্যবহৃত ওষুধ সব পুরনো ও মান্ধাতা আমলের। এসব ওষুধে মশা নিধন হয় না। সে কারণেই উত্তর সিটি করপোরেশন সিদ্ধান্ত নিয়েছে পুরনো ওষুধ ব্যবহার না করার। এ জন্য ডিএনসিসির মশার ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। পরিবেশের ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রেখেই নতুন ওষুধ আনার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, বৃহৎ জনবল নিয়েই মশক নিধন কার্যক্রম চালিয়ে নেয়া হবে। এরইমধ্যে এ বিষয়ে জনসচেতনতা সৃৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য সবার সহযোগিতা চাই। 

এমএএম/এসএমএম

আরও পড়ুন