• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৬:১৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ০৬:১৭ পিএম

ডিএসসিসি’র উচ্ছেদ অভিযান

আড়াই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ

আড়াই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ আরামবাগ কালভার্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের দক্ষিণ ও উত্তর পাশে এ অভিযান চালায়। 

অভিযানের সময় ৮১টি ভাসমান খাবার হোটেল, ১০০টি চা বিক্রির টং দোকান, ২০টি ভাঙ্গারির দোকান, ৫টি সেমি পাকা দোকান, ১০টি ভাসমান কাপড়ের দোকান, ১০টি পানির দোকান, ২৫টি ভাসমান গাড়ির খাবারের দোকানসহ মোট ২৫১টি ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে। 

এ বিষয়ে ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরীন দৈনিক জাগরণকে বলেন, উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত কাযক্রম। কর্পোরেশনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ/টিএফ

আরও পড়ুন