• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৬:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৭:০৬ পিএম

ডিএনসিসির উদ্যোগে গাড়িমুক্ত সড়ক উদ্বোধন শুক্রবার

ডিএনসিসির উদ্যোগে গাড়িমুক্ত সড়ক উদ্বোধন শুক্রবার

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পর এবার উত্তরার সোনারগাঁও জনপথ সড়কের একপাশ গাড়িমুক্ত করারা উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ সড়কটি (সেক্টর ১১ এর সড়ক ২/এ হতে চৌরাস্তা পর্যন্ত উত্তর দিকে) গাড়িমুক্ত থাকবে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে এই সড়কের উদ্বোধন করবেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

গাড়িমুক্ত সড়কে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাঁটা, সাইক্লিং, স্কেটিং, ঘুড়ি ওড়ানো, নৃত্য, গান, ছবি আঁকা, আড্ডা, বই পড়াসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হবে। 

টিএইচ/একেএস

আরও পড়ুন