• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২, ২০১৯, ০৯:২৩ এএম

অতিথি পাখির কোলাহলে মুখর বিল চিতলিয়া 

অতিথি পাখির কোলাহলে মুখর বিল চিতলিয়া 
বিলচিতলিয়ায় অতিথি পাখিদের মেলা

 

অতিথি পাখির কোলাহলে মুখর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিল চিতলিয়া। শীতের শুরুতে না এলেও শীতের শেষের দিকে বিল চিতলিয়ায় আবাস গড়েছে হাজার হাজার অতিথি পাখি। দিনের বেলা এসব অতিথি পাখি বিলের পানিতে মনের আনন্দে ভেসে বেড়ায়। রাতের বেলায় বিলের পাশে গাছ পালায় আশ্রয় নেয়। প্রতিদিন পাখি দেখতে বিলের পাড়ে ভিড় করেন বিভিন্ন শেণি পেশার মানুষ। 

পাখি দেখতে আসা সাংবাদিক আমির চারু বাবলু বলেন, দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি। এমনি মুহুর্তে হাজার হাজার বিদেশি পাখি বিল চিতলিয়ায় আসায় আমরা আনন্দিত। এলাকাটিকে পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে তুলে দেশি-বিদেশি পাখি রক্ষার দাবি জানান তিনি।

পরিবেশবিদ ও পর্বত আরোহী হাসামদিয়া গ্রামের জাকারিয়া বেগ বলেন, এক সময় বিল চিতলিয়ায় প্রতি বছরই অতিথি পাখি আসতো। মাঝখানে কয়েক বছর আসেনি। এ বছর হঠাৎ করে প্রচুর অতিথি পাখি এসেছে। পাখি শিকারিদের দৌরাত্ম বন্ধ করার পাশাপাশি এ বিলে নিবিড় মাছ চাষ বন্ধ করার দাবি জানান তিনি। তিনি বলেন, বিলটি যদি উন্মুক্ত থাকে তাহলে বিলের পদ্ম পাতা ও শেওলার পাশাপাশি প্রাকৃতিক মাছ অতিথি পাখিদের প্রিয় আবাস স্থল। বর্তমানে যে অতিথি পাখি এসেছে এটি সরালি প্রজাতির হাঁস পাখি বলে জানান তিনি। 

বিএস