• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৫, ২০১৯, ১০:৪২ এএম

আশুলিয়ায় সূতার গুদামে আগুন

আশুলিয়ায় সূতার গুদামে আগুন

 

সাভারের আশুলিয়ায় করিম সুপার মার্কেটের আনজিলা অ্যাপারেলস নামক একটি পোশাক কারখানার সূতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (৪ মার্চ) রাতে ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয়রা জানায়, আশুলিয়ার বাইপাইল মোড়ে করিম সুপার মার্কেটের চার তলা ভবনের নিজ তলায় সূতার গুদাম রয়েছে। হঠাৎ সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই গুদামের ভিতর থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় মার্কেটের দোকানীরা আগুনের কুঁন্ডলি দেখতে পায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার  আবদুল হামিদ দৈনিক জাগরণকে জানান, খবর পেয়ে ডিইপিজেড শাখার ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে  ধামরাই ও সাভার থেকে আরো ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দানে করে। পরে ৬টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। 

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তৎক্ষণিক নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।


কেএসটি