• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১২, ২০১৯, ০৩:২৯ পিএম

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

নাটোরের বড়াইগ্রামের তিরাইলে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে তিরাইলের কসিম উদ্দিনের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকালে বড়াইগ্রামের তিরাইলের কসিম উদ্দিনের বাড়ির ছাদে নির্মাণ শ্রমিক সবুজ কাজ করছিলেন। এ সময় একটি রড ছাদের উপর নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের প্রধান লাইনের সঙ্গে বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সবুজসহ অপর এক নির্মাণ শ্রমিক আহত হয়। পরে তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সবুজ লালপুর উপজেলার ধুপইল গ্রামের বাসিন্দা।

এসএস/এএস