• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৭, ২০১৯, ০৯:৩৩ এএম

লক্ষ্মীপুরে আ.লীগের ৪ নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুরে আ.লীগের ৪ নেতাকে অব্যাহতি

 

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। জানা যায়, তারা স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।

শনিবার (১৬ মার্চ) বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষ অব্যাহতির বিষয় নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, শাকচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকবুল হোসেন সেলিম ও ২ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি বজলু হক বেপারী।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ওই চার নেতা জেলা যুবলীগের সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম সালাহ উদ্দিন টিপুর (দোয়াত কলম) পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।

আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান বলেন, বিজন বিহারী উপজেলা আওয়ামী লীগের ৩১ নম্বর সদস্য হয়ে নিজেকে সভাপতি দাবি করছেন। আমরা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তিনি কিভাবে আমাদের অব্যাহতি দেন। প্রয়োজনে আমরা আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবো।

তৃতীয় দফায় সদর উপজেলায় নির্বাচন ২৪ মার্চ। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম চৌধুরী ছাড়াও তিন জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসসি/