• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০১৯, ০৩:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০১৯, ০৩:৪৪ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

সোনাগাজীতে দুই আ.লীগ নেতা বহিস্কার

সোনাগাজীতে দুই আ.লীগ নেতা বহিস্কার

সোনাগাজীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ সেলিম।

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম জানান, জামায়াত বিএনপির সঙ্গে গোপন আঁতাত, মাদক গ্রহণ ও ফেসবুকে দলের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বিগত ইউপি নির্বাচনে সৈয়দ দীন মোহাম্মদ নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন।

সোনাগাজী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, উপজেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় এই দুই নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করার পর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদকের কাছে সুপারিশ করে আবেদন করা হয়। সোমবার (২৫ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় আবেদন পত্র গ্রহণ করার পর সর্বসম্মতিক্রমে এই দুই নেতাকে বহিস্কার করা হয়।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে বহিস্কৃত সৈয়দ দীন মোহাম্মদ ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

এসসি/