• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৭, ২০১৯, ০২:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৭, ২০১৯, ০২:৩৭ পিএম

চট্টগ্রামে রেলওয়ে ওয়ার্কশপে আগুন, অসুস্থ ১৮ 

চট্টগ্রামে রেলওয়ে ওয়ার্কশপে আগুন, অসুস্থ ১৮ 

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামস্থ পাহাড়তলী ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় রেলওয়ের অন্তত ১৮ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। রেলের ব্রুড শিট কাটতে গিয়ে ওয়ার্কশপে আগুন ধরে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

অসুস্থদের মধ্যে  মো. ইব্রাহিম, মো. রায়হান, মো. জামাল, সাইফুল রাসেল, রিপন ফরিদুল, মাহবুব আলম এবং কবির আহমেদ এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 

আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দিদারুল আলম বলেন, রেলের ব্রুট শিট কাটতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে রেলের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর সময় ধোঁয়ার কারণে অক্সিজেন সংকটে পড়ে ১৮ জন কর্মচারী অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থদের মধ্যে ১৩ জনকে রেলওয়ে হাসপাতাল এবং ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত।

রেলওয়ে পূর্বাঞ্চলের কর্ম-ব্যবস্থাপক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।