• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৭, ২০১৯, ০৬:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৭, ২০১৯, ০৬:৪৮ পিএম

বাগেরহাটে গলা কেটে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেফতার ৩

বাগেরহাটে গলা কেটে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেফতার ৩

বাগেরহাটে চুরি করতে এসে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) ভোররাতে শহরের পূর্বসরুই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহরের দক্ষিন সরুই এলাকার ভাড়াটিয়া মো. ইউনুছ তালুকদারের ছেলে মো. মিরাজুল ইসলাম পাপন (১৯), একই এলাকার মো. বাবুল শেখের ছেলে মো. রিয়াজ শেখ (২২) ও তার ভাই মো. রিয়াদ শেখ (২০)। এদের সবার বাড়ি মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়িয়া গ্রামে। বুধবার দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।

পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, জেলা গোয়েন্দা পুলিশসহ কয়েকটি টিম অভিযান চালিয়ে বুধবার ভোররাতে তিন জনকে হত্যাকারীকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত একটি বটি, ধারালো চাকু এবং লুন্ঠন করা ২টি স্বর্নের রুলি, ১টি স্বর্নের চেন ও এক জোড়া কানের দুল উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে নারকেল কেনার কথা বলে বাগেরহাট শহরের পূর্ব সরুই এলাকায় অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুর রহিমের বাসায় ঢোকে হত্যাকারীরা। নারকেল দেয়ার সময় হোসনেয়ারা বেগমকে আঘাতকরে এবং স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর হোসনেয়ারা বেগমকে তার শোবার রুমে নিয়ে বটি ও ছুরি দিয়ে হত্যা করে তারা।

এসসি/