• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০১৯, ০২:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০১৯, ০৯:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ভোট কেন্দ্রে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। রোববার (৩১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ভোটকেন্দ্রের মাঠের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় ভোটারদের মধ্যে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এতে ভোটগ্রহণে কোনো প্রকার বাধাগ্রস্ত হয়নি, ভোটগ্রহণ চলছে।

কেএসটি