• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩, ২০১৯, ০৭:১১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০১৯, ০৭:১১ পিএম

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড

বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে ড্রেজিং ও বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৬ মাস করে বিনাশ্রম করাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ এপ্রিল) সকালে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন- মো. সোহেল (২৫), মো. সবুজ হাওলাদার (২৫), মো. রেজাউল করিম (৩০), মো. জসিম হাওলাদার (৪৫) ও মো. মহসিন (৩৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, শহরতলীর চরমোনাই এলাকায় কীর্তণখোলা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। এ সময় অভিযান চালিয়ে ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় অভিযুক্ত করে ৬ মাস করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এসসি/