• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৬, ২০১৯, ০৩:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৬, ২০১৯, ০৩:৪৬ পিএম

সোনাগাজীতে শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

সোনাগাজীতে শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফি (১৮) নামে এক আলিম পরীক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার সহপাঠীদের বিরুদ্ধে। জানা যায়, অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার কারণেই সহপাঠীরা ওই ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে।

শনিবার (৬ এপ্রিল) সকাল পৌনে ১০টায় পরীক্ষা শুরুর আগ মুহূর্তে এই ঘটনা ঘটে। তিনি সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামের একেএম মুসার মেয়ে।

ওই শিক্ষার্থীর বড় ভাই নোমান বলেন, শনিবার আলিম পরীক্ষা দেয়ার জন্য আমার বোন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যায়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষের নিয়ন্ত্রিত কয়েকজন শিক্ষার্থী নুসরাতকে জানায় তার বান্ধবী নিসাতকে কে বা কাহারা মাদ্রাসা ভবনের ছাদে নিয়ে মারছে। এ সময় নুসরাত ছাদে গেলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার পর তারা পালিয়ে যায়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আলম বলেন, ওই ছাত্রীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান, ছাত্রীর শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এর আগে ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২৭ মার্চ ওই ছাত্রীকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন। আরেকটি অংশ অধ্যক্ষের শাস্তির দাবিতে মানবন্ধন করেন।

এসসি/