• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ১২:১৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০১৯, ১২:১৬ পিএম

নিখোঁজের ৭ দিন পর স্কুল ছাত্রের গলিত লাশ উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর স্কুল ছাত্রের গলিত লাশ উদ্ধার

ফেনী শহরতলীর পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী সংলগ্ন স্থানে রোববার (৭ এপ্রিল) ভোরে আরাফাত হোসেন শুভ (১২) নামে এক নিখোঁজ স্কুল ছাত্রের সাত দিন পর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহত শুভ পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. সাজেদুল ইসলাম জানান, গত ৩১ মার্চ পাঁচগাছিয়ার তেমুহনী বাজার এলাকা থেকে তেমুহানী মাদার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন নিখোঁজ হওয়ার পর ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওই নিখোঁজের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। 
আটককৃতকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে, শনিবার রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে তেমুহনী বাজারের অদূরে (ফেনী-নোয়াখালী) সড়ক সংলগ্ন মাথিয়ারা নামক স্থানে রোববার ভোরে পরিত্যক্ত স্থানে গলিত অবস্থায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ নিখোঁজ ছাত্রের গলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ বিকেলে আরাফাত হোসেন শুভ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহানী বাজার থেকে নিখোঁজ হয়।

কেএসটি