• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০১৯, ০১:১৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০১৯, ০১:১৮ পিএম

বগুড়ায় চরমপন্থীদের হামলায় পুলিশের এএসআই গুলিবিদ্ধ

বগুড়ায় চরমপন্থীদের হামলায় পুলিশের এএসআই গুলিবিদ্ধ

বগুড়ার শেরপুরে চরমপন্থীদের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে সিএনজি চালিত অটোরিকশাযোগে এএসআই নান্নু মিয়ার নেতৃত্বে দুই সদস্যের একটি টহলদল প্রতিদিনের ন্যায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় তাদের টহল গাড়িটি ভবানীপুর মন্দির লাগোয়া রাস্তা হয়ে বাজারের দিকে যাচ্ছিলো। ঠিক সেই সময় চরমপন্থীরা বাজার এলাকায় পোস্টারিং করছিল।

এসময় পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করলে গুলি ছোঁড়ে চরমপন্থীরা। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। তবে চরমপন্থীদের গুলিতে এএসআই নান্নু মিয়া ডান হাঁটুতে গুলিবিদ্ধ হলেও সিএনজি অটোরিকশা চালক ও অপর দুই পুলিশ সদস্য অক্ষত রয়েছেন। আহতাবস্থায় এএসআই নান্নু মিয়াকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। শজিমেক চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে তাকে ঢাকায় নেওয়া হয়। এঘটনায় চরমপন্থীদের কেউ আহত হয়েছেন কি-না তা জানাতে পারেনি পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির চরমপন্থীদের সশস্ত্র হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চরমপন্থীদের লাগানো পোস্টারে লেখা ছিল, ‘পাবনায় কয়েকটি বিপ্লবী সংগঠনের নামে রাষ্ট্রীয় চক্রান্তে ৬১৪ জন সদস্যের নাটকীয় আত্মসমর্পণকে প্রত্যাখ্যান করুন-মার্কসবাদ, লেনিনবাদ জিন্দাবাদ।’

কেএসটি