• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৯, ১১:০১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০১৯, ০৫:০২ পিএম

চোর সন্দেহে রাবির হল থেকে রুয়েট শিক্ষার্থী আটক!

চোর সন্দেহে রাবির হল থেকে রুয়েট শিক্ষার্থী আটক!
প্রতীকী ছবি

চোর সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া আবাসিক হল থেকে রুয়েটের এক মেয়ে শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে হলের মধ্যে সন্দেহজনকভাবে চলাফেরা করলে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে রুয়েট প্রসাশনের সঙ্গে বসে মুচলেকা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আটক ওই শিক্ষার্থী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে বৈশাখের কাপড়গুলো শুকাতে দেয়া হয়েছিল। হঠাৎ কাপড়গুলো দেখতে না পেয়ে খোঁজাখুজি করার সময় হলের চতুর্থ তলায় একজন অপরিচিত মেয়ে ঘুরাঘুরি করছিলো। এক পর্যায়ে তাকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের পর আটকে রাখা হয়।

বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সরকার বলেন, বহিরাগত একজন মেয়ে হলে এসে ব্যবহার্য কাপড় চুরি করে। জিজ্ঞাসাবাদের পরে জানতে পারি সে রুয়েটের শিক্ষার্থী। তার মানসিক সমস্যা রয়েছে। এর আগে সে একাধিকবার এমন কাজ করেছে। ফলে রাবি প্রক্টর ও রুয়েট প্রশাসনের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক মেয়ে শিক্ষার্থীকে চোর সন্দেহ করে আটকে রাখার কথা জানতে পারি। পরে সেখানে গিয়ে মুচলেকা নিয়ে তার পরিবারের (মায়ের) নিকট হস্তান্তর করা হয়।

এসসি/