• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৮, ০২:৩১ পিএম

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস খাদে: নিহত ২,আহত ২০

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস খাদে: নিহত ২,আহত ২০

 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় রোববার (২৫ নভেম্বর) ভোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০জন। মিজাপুর এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

 নিহতরা হলেন-মাহাতাব এবং আব্দুল কাদের। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাস চালক হঠাৎ ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফিরোজ কুতুবী জানান, ভোরে মিজাপুর এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মাহাতাব নিহত হন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করানো হলে, চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের নামের অপর এক ব্যক্তি মারা যান ।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসাইন জানান, এখন যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ১জনকে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


এএস/আর আই