• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৯, ০৯:০৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০১৯, ০৩:০৭ এএম

খাগড়াছড়িতে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়িতে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ক্ষেত্রপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাঘাইছড়ি সেনাজোনের একটি টহলদল ওই এলাকায় গেলে সন্ত্রাসীরা গুলি চালাতে উদ্ব্যত হয়। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা গুলি চালায়। এতে শুদ্ধজয় চাকমা (৪৫) নামে একজনের পায়ে গুলি লাগে এবং রিফেল চাকমা (২৫) নামে আরো একজন আহত হয়।

এ সময় ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দা, চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকাসহ তাদেরকে আটক করা হয়েছে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। তাছাড়া তারা অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছিলো। তাদের প্রত্যেকেই ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য বলে দাবি করছে পুলিশ।

এসসি/