• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০১৯, ০৯:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০১৯, ০৯:৩০ পিএম

জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতি

জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতি

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে গাছ ফেলে বিভিন্ন যানবাহন আটকে সশস্ত্র ডাকাতদল ঘণ্টাব্যাপী ডাকাতি করেছে।

মঙ্গলবার (৭ মে) রাত ১১টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পুলিশ বক্সের অদূরে এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতির সময় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানের গাড়ি ভাঙচুর, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ সরিয়ে দেয়।

হাফিজুর রহমান জানান, আন্দুলবাড়িয়া থেকে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও তারাবির নামাজ শেষে জীবননগরে বাড়ি ফিরছিলেন তিনি। সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পুলিশ বক্সের অদূরে পৌঁছালে তারা দেখতে পান সড়কে গাছ ফেলে সিএনজিচালিত একটি অটোরিকশায় ডাকাতি হচ্ছে। পরে তার গাড়িতে হামলা করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতেরা। ডাকাতদল ৭-৮টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

এনআই