• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০১৯, ০৩:২৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০১৯, ০৩:২৩ পিএম

আত্মরক্ষায় ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ

আত্মরক্ষায় ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ

আত্মরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় লোকাল গভর্ন্যান্স প্রজেক্টের (এলজিএসপি-৩) কর্মসূচির আওতায় ছাত্রীদের আত্মরক্ষার কৌশল অর্জনে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দূর-রে-শাহনেওয়াজ, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারপ্রশান্ত বৈদ্য, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া প্রমুখ।

কোরিয়ার বিখ্যাত মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডোর নামে ব্রাহ্মণবাড়িয়ার মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডোর কোচ নুজুবা ইসলাম খানের তত্ত্বাবধানে ১৬ জনের একটি টিম আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয়ের ৩০ জন ছাত্রীকে ৪ মাস এই প্রশিক্ষণ দেবেন।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার ১০০টি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ৫ হাজার ছাত্রীকে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হবে।

এনআই