• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০১৯, ০৯:১০ এএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০১৯, ০৯:১০ এএম

পাওনা টাকা নিয়ে কুপিয়ে যুবককে হত্যা

পাওনা টাকা নিয়ে কুপিয়ে যুবককে হত্যা

পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় জোবায়ের আলম হাসান (২৫) নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 
এ সময় মারাত্মক আহত হন নিহতের বাবা রুহুল আমীন, মা কল্পনা আক্তার ও চাচা ফারুক মিয়া।

বুধবার (১৫ মে) গভীর রাত দেড়টার দিকে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। হতাহত প্রত্যেকের বাড়ি আলমপুর গ্রামে।  

ওই ঘটনায় পুলিশ রাতেই আবুল কালাম আজাদ, খোকন ও ঝরনা আক্তার নামে তিনজনকে আটক করেছে। তারাও ওই গ্রামেরই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই রাতে জুবায়ের আলম হাসানের হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় হাসানের বাবা রুহুল আমীন, মা কল্পনা আক্তার ও চাচা ফারুক এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত তিনটার দিকে জোবায়ের আলম হাসানকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত ডাক্তার।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কেএসটি