• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০১৯, ০২:২৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০১৯, ০৮:২৯ পিএম

সাতক্ষীরায় দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরায় দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরায় দুই গৃহবধূকে পৃথক ঘটনায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শহরের কামাননগরে গৃহবধূ সুমাইয়া খাতুনকে (২৩) শুক্রবার (১৭ মে) সকালে গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করে। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়া কামাননগরের সাকিব হোসেনের স্ত্রী। 

সুমাইয়ার খালা ফাতেমা তুজ জোহরা জানান, স্বামী সাকিব তাকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতো। শুক্রবার ভোরে সাহরি খাবার পর সাকিব তাকে পিটিয়ে তার গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে। সুমাইয়ার লাশের ময়না তদন্ত হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সুমাইয়া খাতুনের স্বামী সাকিব পলাতক রয়েছে।
 
এদিকে, তালা উপজেলার চাঁদপুর গ্রামে বিলকিস খাতুন (২২) নামের অপর এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ উঠেছে। গৃহবধূর বাবা প্রতিবন্ধী শওকত হোসেন অভিযোগ করে বলেন, জামাতা কবির শেখ ৭০ হাজার টাকা যৌতুকের দাবিতে তাকে বৃহস্পতিবার বিকালে মারপিট করে। এতে সে মারা যায়। পরে কবির ও তার পরিবারের সদস্যরা  তার মুখে কীটনাশক ঢেলে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। ময়না তদন্তের জন্য তার লাশ পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে। 

কেএসটি