• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৮, ০৪:৫৪ পিএম

শেষ হলো চরমোনাই’র মাহফিল

শেষ হলো চরমোনাই’র মাহফিল

 

আখেরী মোনাজাতে শেষ হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসার বার্ষিক মাহফিল। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

চরমোনাই’র পীর আমীরুল মুজাহিদীন মুফতী ও সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আখেরী মোনাজাত পরিচালনা করেন। এ মোনাজাতে দেশ, মানবতা, ইসলাম ও দেশের মানুষের শান্তি ও কল্যাণ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও ইসলাম বিরোধী, মানবতাবিরোধী অপশক্তির হেদায়াত বা ধ্বংসের জন্য দোয়া করা হয়।

গত ২৬ নভেম্বর বাদ যোহর থেকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই মাদ্রাসার মাঠে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়।

এ মাহফিলে প্রধান ৭টি অধিবেশনের ৫টিতে চরমোনাই’র পীর ও বাকি দুটিতে নায়েবে আমীরুল মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বয়ান করেন।

তিনদিনের এই মাহফিলে চার মুসল্লি ইন্তেকাল করেন। এর মধ্যে একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ও অপর তিনজন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। এদের সকলের নামাজে জানাজা মাহফিলের স্টেজেই অনুষ্ঠিত হয়। জানাজার পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

টিএফ/জেডএসু