• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৫:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৫:৫৩ পিএম

কেন্দুয়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে কৃষকের মৃত্যু

কেন্দুয়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে কৃষকের মৃত্যু

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ওপর দিয়ে রোববার (১৯ মে) ভোরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর তালগাছ ভেঙে পড়ে হারেছ মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. ইমারত হোসেন গাজী জানান, কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত অফিজ মিয়ার ছেলে কৃষক হারেছ মিয়া গত শনিবার তার শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী কাউরাট গ্রামে ধান কাটতে গিয়েছিলেন। রাতে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন।

রোববার ভোরের দিকে নওপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড কালবৈশাখী বয়ে যায়। ঝড়ের সময় একটি তালগাছ হারেছ মিয়া যে ঘরে ঘুমিয়ে ছিলেন, সেটির ওপর ভেঙে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত হারেছকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে রোববার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

এনআই