• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৮:৪১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ০৮:৪১ পিএম

২১টি স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক

২১টি স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক

চুয়াডাঙ্গার সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২১টি বিভিন্ন ধরনের স্বর্ণের বারসহ মাবিয়া খাতুন (৪০) নামের এক নারী পাচারকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো আটক করা হয়।

আটককৃত মাবিয়া খাতুন জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আব্দুর রশীদের স্ত্রী।

৫৮ বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক কামরুল হাসান বিকাল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জীবননগর উপজেলার গয়েশপুর পিচমোড় পাকা রাস্তা দিয়ে ভ্যানযোগে এক মহিলা স্বর্ণের বারসহ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল।

এ সময় বিজিবি ভ্যানটির গতিরোধ করে এবং তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ছোট-বড় ২১টি বিভিন্ন ধরনের স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৩৯ হাজার ৬৪৩ টাকা। উদ্ধার করা সোনার বারসহ মাবিয়া আক্তারকে জীবননগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এনআই