• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০১৯, ০৫:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০১৯, ০৫:১৯ পিএম

রূপগঞ্জে পুলিশের অভিযান

দুই সন্ত্রাসী গ্রেফতার, আরেকজনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

দুই সন্ত্রাসী গ্রেফতার, আরেকজনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
পুলিশের হাতে আটক দুই সন্ত্রাসী রাকিব ও রনি ছবি : জাগরণ

রূপগঞ্জ থানার পুলিশ মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার (২৭ মে) গভীর রাতে ওই এলাকার মোমেনের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোমেন মিয়া দৌড়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত রাকিব উপজেলার মাছিমপুর এলাকার সামছুল হকের ছেলে ও রনি ফজলুল হকের ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক নাজিমউদ্দিন জানান, রোববার (২৬ মে) রাতে রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আনিছুর রহমান মাছিমপুর এলাকার সন্ত্রাসী রাকিব ও রনিকে গ্রেফতার করেন। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উপপরিদর্শক নাজিমউদ্দিনের নেতৃত্বে উপপরিদর্শক ফরিদ হোসেন, আনিছুর রহমানসহ একদল পুলিশ সোমবার গভীর রাতে মাছিমপুর এলাকার মোমেনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রূপগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্রধারী মোমেন মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তার বাড়ি থেকে দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চুরি, ছিনতাই, অস্ত্র মামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মোমেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এনআই