• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ২৯, ২০১৯, ০৯:১২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০১৯, ০৯:২১ পিএম

গরু পার করাতে গিয়ে শিক্ষার্থী ও প্রবাসীর মৃত্যু

গরু পার করাতে গিয়ে শিক্ষার্থী ও প্রবাসীর মৃত্যু

গরু নিয়ে সাঁতরে খাল পার হতে গিয়ে কক্সবাজারের বাঁকখালী নদীতে ডুবে মারা গেছে এক স্কুলশিক্ষার্থী ও এক প্রবাসী। বুধবার (২৯ মে) বেলা ১টার দিকে বাঁকখালী নদীর রামু উপজেলার মিঠাছড়িঘাট এলাকা দিয়ে খালের ওপারে খরুলিয়া বাজারে গরু আনতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয় তারা। জাল ফেলে বিকাল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

নিহতরা হলো রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণপাড়ার সোলতান আহমদের ছেলে শিক্ষার্থী মো. সাহেদ (১৫) ও একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে প্রবাসী আমির হোসাইন (২৫)। সাহেদ দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার খরুলিয়া বাজারের সপ্তাহিক হাটবার। সেখানে বিক্রয়ের জন্য গৃহপালিত গরু নিয়ে বাজারে যাচ্ছিল প্রবাসফেরত আমির হোসাইন ও স্কুলশিক্ষার্থী সাহেদ। সড়কপথে ৬ কিলোমিটার না হেঁটে খালের ওপারের বাজারে সহসা গরু নিয়ে পৌঁছাতে গরুসহ খালপার হচ্ছিল তারা। এ সময় গরুর সাথে সমানে সাঁতার কাটলেও মাঝখানে যাওয়া মাত্র তারা দুজন তলিয়ে যায়। গরুগুলো ওপারে চলে গেলেও সাথে থাকা দুজনের তলিয়ে যাওয়া দেখে স্থানীয়রা সবাইকে খবর দেয়।

চেয়ারম্যান আরো বলেন,  স্থানীয় শতাধিক লোক সনাতন পদ্ধতিতে জাল ফেলে তলিয়ে যাওয়া দুজনকে উদ্ধার করে কূলে তুলে আনে। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ এলাকায় খাল পার হতে গিয়ে প্রতিবছরই দু-তিনজন এভাবে তলিয়ে গিয়ে মারা যান বলেও উল্লেখ করেন চেয়ারম্যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বলেন, ‘খবর পেয়েছি গরু নিয়ে খাল পার হতে গিয়ে নদীর তিন ভাগের দুই-তৃতীয়াংশ পার হওয়র পর দুজন ডুবে যায়। তলিয়ে যাওয়ার সময় একে অপরকে ধরে রাখার চেষ্টা করেও বাঁচতে পারেনি। বিকাল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনআই