• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ১, ২০১৯, ০৮:২৬ এএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০১৯, ১২:৩১ পিএম

পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা

পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে শনিবার (১ জুন) সকাল থেকে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ছে। এতে ঘাট এলাকায় যাত্রীবাহী বাসকে ফেরি পার হতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

প্রাইভেট কার ও মাইক্রোবাসের জন্য আলাদা সড়ক ও ফেরি ঘাটের ব্যবস্থা করে দিলেও চরম দুর্ভোগে পড়েছে ব্যক্তিগত ওইসব গাড়ির যাত্রীরা। দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত ব্যক্তিগত গাড়ির লাইন পড়ে রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের এজিএম জিল্লুর রহমান জানান, সকাল থেকেই বৃষ্টির কারণে ফেরী পারাপারে একটু বিলম্ব হচ্ছে। তবে ফেরির সংখ্যা বাড়ালেও বড় ফেরির সংখ্যা কম থাকায় বেশি যানবাহন পারাপার করা যাচ্ছে না। একারণে যানবাহনকে কিছু সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। তবে বড় কোন  প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ঈদের ঘরমুখো মানুষকে নিরাপদে পার করা যাবে।

এদিকে, যাত্রীরা সিরিয়াল ভাঙনের অভিযোগ করলেও পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলছেন, ঘাটের আইনশৃঙ্খলাসহ সুষ্ঠুভাবে সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার করা হচ্ছে।

কেএসটি