• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ২৭, ২০১৯, ০৯:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৭, ২০১৯, ০৯:২৫ পিএম

টঙ্গীতে ট্রাক-লেগুনা সংঘর্ষ নিহত ২, আহত ১০

টঙ্গীতে ট্রাক-লেগুনা সংঘর্ষ নিহত ২, আহত ১০

গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় ট্রাক-লেগুনা সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে টঙ্গীর শিলমুন এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- লেগুনার হেলপার ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার নগর এলাকার আলী মুন্সীর ছেলে বাদল মিয়া(৩০) এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বান্দাখোলা এলাকার রামজয় দাসের ছেলে সুভাস চন্দ্র দাস(৪৫)। এছাড়া আহতদের টঙ্গীর শহীদ আহসানউল্লা মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, আজ সকাল কালীগঞ্জগামী যাত্রীবাহী লেগুনার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে টঙ্গীর শিলমুন এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা খায়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং লেগুনায় থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ওই দুইজন মারা যান। অন্যদের শহীদ আহসানউল্লা মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

আহতরা হলেন- গাজীপুর কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকার সৈকত(১৯), টঙ্গী বাজার এলাকার মো. রকিব(২৯), উত্তরার আজমপুর এলাকার শহীদুল ইসলাম (৫৮), কলমেশ্বর এলাকার মো. সুজন(২৮), আশুলিয়া এলাকার জাকির হোসেন (৬৫), আরিচপুর এলাকার আন্তু (৪৫), কালীগঞ্জের বিজয় (৪৬)। 

শহীদ আহসানউল্লা মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. তারেক হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 
গুরুতর আহতদের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

টিএফ