• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৮, ২০১৯, ০৯:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০১৯, ০৯:৩৫ পিএম

বিয়ের পিঁড়ি থেকে পালালেন বর

বিয়ের পিঁড়ি থেকে পালালেন বর

পুলিশ দেখে বিয়ের পিঁড়ি থেকে পালালেন বর। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে কনের বাবাকে। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার ধুলাউড়ি কুঠিপাড়া গ্রামে।

মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম ও উপজেলা সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম বৃহস্পতিবার (২৭ জুন) রাতে এই রায় দেন।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই পুলিশ নিয়ে বিয়েবাড়িতে হাজির হন ইফতেখারুল ইসলাম। গোপন সূত্রে বাল্যবিবাহের খবর পেয়েছিলেন তিনি। এর আগে বিয়ের অতিথিদের খাওয়া-দাওয়ার পর্ব শেষ হয়।

এলাকাবাসীর ভাষ্য, পারিবারিকভাবেই বিয়ের দিন ধার্য ছিল। তবে এর আগে মোবাইল ফোনের মাধ্যমে বর সজীব হোসেনের (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কনের (১৭)। সম্প্রতি এ যুগল অজানার উদ্দেশে বাড়ি ছাড়ে। এক সপ্তাহ আগে তারা বাড়ি ফিরে আসে। এরপর উভয় পক্ষ বিয়ের দিনক্ষণ ধার্য করে।

সজীব হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার চামটা গ্রামের বাসিন্দা ইমদাদুল হকের ছেলে।

এনআই