• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২, ২০১৯, ০৫:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০১৯, ০৫:৪৬ পিএম

মোবাইলে তরুণীর ছবি ধারণ, যুবকের কারাদণ্ড

মোবাইলে তরুণীর ছবি ধারণ, যুবকের কারাদণ্ড
তরুণীর অজান্তে ছবি ধারণ ও অশালীন অঙ্গভঙ্গির অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত আজিজুল হাকিম ছবি : জাগরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোবাইলে এক তরুণীর অজান্তে ছবি ধারণ ও অশালীন অঙ্গভঙ্গির অপরাধে আজিজুল হাকিম (২২) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আজিজুল উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের মো. জাহের মিয়ার ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরে ওই তরুণী উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে ভোটার নাম পরিবর্তন করতে এলে আজিজুল হাকিম তার মোবাইল দিয়ে তরুণীর অজান্তেই ছবি ধারণ করেন এবং অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে তার পিছু পিছু হাঁটতে থাকেন। সাথে সাথে তরুণী বিষয়টি সাধারণ জনগণ ও কর্তব্যরত পুলিশকে জানালে আজিজুলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এনআই

আরও পড়ুন