• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০১৯, ০৭:১১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০১৯, ০৭:১১ পিএম

৩২ ভারতীয় ট্রলার জব্দ

৩২ ভারতীয় ট্রলার জব্দ

কলাপাড়ার পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা ভারতীয় ৩২টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে দিক হারিয়ে এসব ফিশিং বোট রামনাবাদ চ্যানেলে প্রবেশ করলে কোস্টগার্ড তাদের নিরাপদ হেফাজতে রাখে। এসব ট্রলারের প্রত্যেকটিতে ১৫-১৮ জন জেলে রয়েছে। পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে মাছ শিকাররত অবস্থায় ঝড়ের কবলে দিক হারিয়ে ফেলে। 

কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, রোববার দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে রেখেছেন। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো নোঙরে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোন অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড।

প্রদীপ-০৩ ট্রলারের জেলে শ্রীমন্ত দাস জানান, তারা সাগরবক্ষে মাছ শিকারকালে ঝড়ের কবলে বহরে থাকা দুটি ট্রলার ডুবে যায়। শনিবার রাতে ঝড়ের কবলে তারা সকলে দিক হারিয়ে বাংলাদেশি ট্রলারের সঙ্গে কিনারে আশ্রয় নিতে থাকে। এক পর্যায়ে রামনাবাদে এসে আশ্রয় নেয়। অধিকাংশ জেলের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের ২৪ পরগণা এলাকায়। 

কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মনোজ কুমার সাহা জানান, তারা জেলেদের নাম ঠিকানা সংগ্রহ করেছেন। এদের সংখ্যা ৫১৯ জন বলে নিশ্চিত হওয়া গেছে। কলাপাড়ার অধিকাংশ মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা অভিযোগ করেছেন আমাদের সাগর এরিয়ায় ইলিশ শিকারে ৬৫ দিনের অবরোধ চলছে। এই সুযোগে ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় প্রবেশ করে ইলিশ শিকার করছিল।

উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান জানান, গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশনা মতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। বর্তমানে জেলেদের গণনাসহ তালিকা তৈরির কাজ চলছে। বর্তমানে ভারতীয় জেলেরা ট্রলারসহ আন্ধারমানিক নদীতে অবস্থান করছেন। তবে কোস্টগার্ড তাদের নজরদারিতে রেখেছেন সকল ভারতীয় জেলেকে।


টিএফ