• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ১২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০১৯, ১২:৪০ পিএম

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

রাজশাহীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় আবদুল হালিম (৩৫) নামের মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে নগরীর উপকণ্ঠ হরিপুরের দর্গাপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হালিম জেলার পবা উপজেলার কসবা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার মোহনপুর উপজেলার বেড়াবাড়ি এলাকার মৃত এবারত আলীর ছেলে।

কসবা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আবদুল হালিম মোটর সাইকেল যোগে বিদ্যালয়ে আসছিলেন। পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুর দর্গাপাড়ায় পৌঁছালে বেপরোয়া একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।

রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর লতিফ শাহ্ বলেন, দ্রুত পালিয়ে যাওয়ায় শিক্ষককে ধাক্কা দেয়া ট্রাকটি আটক করা যায়নি। এ নিয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।

কেএসটি