• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৪, ২০১৯, ১০:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০১৯, ১০:৫৯ এএম

নেত্রকোনায় বন্যায় ভেসে গেছে ৬ কোটি টাকার মাছ

নেত্রকোনায় বন্যায় ভেসে গেছে ৬ কোটি টাকার মাছ

এক সপ্তাহের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় নেত্রকোনায় ২ হাজার ১৯টি পুকুরের প্রায় ৬ কোটি টাকার চাষ করা মাছ ভেসে গেছে। 
রোববার (১৪ জুলাই) সকাল নাগাদ এসব মাছ ভেসেছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা।

তিনি জানান, ২৭৫ দশমিক ২৪ হেক্টরের ওই সব পুকুর থেকে ১১ দশমিক ৫৩ মেট্রিক টন মাছ বানের পানিতে ভেসে গেছে। এতে দুর্গাপুর, কলমাকান্দা ও বারহাট্রা উপজেলার মাছ চাষিদের বেশি ক্ষতি হয়েছে। 

তিনি আরো জানান, বন্যা ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের সহায়তার জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কেএসটি