• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৮, ০১:৪২ পিএম

সাতক্ষীরায় গ্রেফতার আব্দুর রাজ্জাক  

সাতক্ষীরায় গ্রেফতার আব্দুর রাজ্জাক  

 

সাতক্ষীরায় একাধিক নাশকতা মামলার আসামি মো. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি জেলা জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের বিশেষ মুখপাত্র হিসেবে কর্মরত ছিলেন।  

সোমবার (১০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের আগরদাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক শাহরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সদর উপজেলার আগরদাড়ি এলাকায় অভিযান চালায়। সেসময় নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি জামায়াত নেতা আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জিআর ৫৯৯, ৬০০, ৬০১/১৮ নাশকতা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে। এছাড়া বর্তমানে খালেক মণ্ডলের অনুপস্থিতে জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে তিনি কাজ করছেন বলে জানান ডিবি।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আলী আহমেদ হাশমি জামায়াত নেতা আব্দুর রাজ্জাকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএফ/সাইসে