• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৩:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৩:৫৯ পিএম

দেশে প্রথম আন্তর্জাতিক বিমা সম্মেলন নভেম্বরে

দেশে প্রথম আন্তর্জাতিক বিমা সম্মেলন নভেম্বরে

জলবায়ু ভিত্তিক ক্ষুদ্রবিমা নিয়ে ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ), মিউনিক রি ফাউন্ডেশন ও মাইক্রো ইন্স্যুরেন্স নেটওয়ার্ক যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে।

ইনক্লুসিভ ইন্স্যুরেন্স ফর ইমার্জিং মার্কেটস: কোপিং উইথ ক্লাইমেট রিস্ক শীর্ষক সম্মেলনটিতে বিশ্বের ৪০টির বেশি দেশ থেকে ৪ শতাধিক অংশগ্রহীতা ও বিমা বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেবেন। বুধবার নয়াপল্টনে বিআইএ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিআইএ'র প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ, ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্য ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও পরিচালক মোজাফফর হোসেন পল্টু, ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, রুপালী ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা পিকে রায় এফসিএ, ডেল্টা লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান প্রমুখ। 

এআই/টিএফ

আরও পড়ুন