• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৫:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৫:৫৭ পিএম

বিলের পানিতে বাতিল টাকার টুকরা

বগুড়া পৌরসভার ৩ কর্মকর্তাকে শোকজ

বগুড়া পৌরসভার ৩ কর্মকর্তাকে শোকজ
বিপুল পরিমাণ টাকার টুকরা দেখতে খাড়ুয়া বিলে উৎসুক মানুষের ভিড়  -  ছবি : জাগরণ

বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের বাতিল নোটের টুকরা পৌরসভার নির্ধারিত ডাম্পিং স্টেশনের পরিবর্তে অন্যত্র ফেলায় সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৩ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।

যাদের শোকজ করা হয়েছে, তারা হলেন বগুড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মামুনুর রশিদ, একই বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও বস্তি উন্নয়ন কর্মকর্তা রাখিউল আবেদীন।

বগুড়া পৌরসভার সচিব রেজাউল করিম জানান, ওই তিন কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দাখিল করতে বলা হয়েছে। তিনি বলেন, এর পাশাশাপাশি যে ট্রাকে বাতিল নোটের ওই টুকরাগুলো বহন করা হয়েছিল, সেটির ভাড়ার চুক্তিও বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার বাতিল করা বিপুল পরিমাণ টাকার নোটের টুকরা রোববার (২২ সেপ্টেম্বর) জেলার শাজাহানপুর উপজেলার খাড়ুয়া বিলে ফেলা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় লোকজনের চোখে পড়ার পর তা নিয়ে রীতিমতো হুলুস্থুল কাণ্ড ঘটে যায়। স্থানীয় জনগণের সন্দেহ, এক বা একাধিক ব্যক্তি অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ টাকা মেশিনে কেটে পানিতে ফেলে গেছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী ঢাকাসহ সারাদেশে ক্যাসিনো ও জুয়ার আস্তানাগুলোতে অভিযান শুরু করার পর তাদের ওই সন্দেহ আরও বদ্ধমূল হয়। যে কারণে মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় শত শত মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে যান।

পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, টুকরো করা ওই টাকার নোটগুলো বাতিল ও অপ্রচলনযোগ্য। বর্জ্য হিসেবে সেগুলো নির্ধারিত স্থানে ফেলার জন্য ব্যাংকের পক্ষ থেকে বগুড়া পৌরসভাকে অনুরোধ জানানো হয়েছিল। তবে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা রোববার সেগুলো সংগ্রহ করে নির্ধারিত স্থানে না ফেলে ওই বিলের ধারে ফেলে যায়। তবে মঙ্গলবার বিকেল নাগাদ জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণ এবং টেলিভিশনের মাধ্যমে বিষয়টি জানার পর জনমনে বিপুল পরিমাণ টাকার টুকরা নিয়ে সৃষ্ট সন্দেহও দূর হয়।

এনআই

আরও পড়ুন