• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৯:০০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৯:০০ পিএম

তাহিরপুরে ৮ লক্ষাধিক টাকার মাদক জব্দ

তাহিরপুরে ৮ লক্ষাধিক টাকার মাদক জব্দ
তাহিরপুরে বিজিবির হাতে জব্দ ৮ লক্ষাধিক টাকার মাদক  -  ছবি : জাগরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, নাসির বিড়ি, বিয়ার ও গাঁজা আটক করেছে বিজিবি। এসবের মূল্য ৮ লক্ষাধিক টাকা।

বিজিবি জানায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে চানপুর বিওপির টহলদল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান থেকে ১৮৬ বোতল ৭৫০ মিলি অফিসার চয়েস ভারতীয় মদ, ৪২ হাজার নাসির বিড়ি, ৪৬ বোতল বিয়ার (৭৫০ মিলি) ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে, যার মূল্য ৮ লক্ষাধিক টাকা।

তবে অবৈধভাবে আসা এসব মালামাল আটক করা হলেও এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। কারণ অভিযানের খবর আগেই পেয়ে যায় চোরাচালানিরা।

অবৈধ এসব মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মো. মাকসুদুল আলম বলেন, সীমান্তে কঠোর নজরদারি রয়েছে। কাউকেই ছাড় দেয়া হবে না।

এনআই

আরও পড়ুন