• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৯, ০৮:৩১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৩, ২০১৯, ০৮:৩১ পিএম

‘ক্যাসিনো-মার্কা যুবলীগের প্রয়োজন নেই’

‘ক্যাসিনো-মার্কা যুবলীগের প্রয়োজন নেই’
জামালপুরে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  -  ছবি : জাগরণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে বলেন, ‘যুবলীগের কতিপয় নেতা ক্যাসিনো আসক্ত হয়ে বিপথে চলে গেছে। এমন ক্যাসিনো-মার্কা যুবলীগের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মনির আদর্শে গড়া যুবলীগ দেখতে চাই। শুদ্ধি অভিযানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুয়া, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবেন দেশের মানুষকে। সন্ত্রাসী, চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি ও মাদক ব্যবসার সাথে জড়িত যত প্রভাবশালীই হোক কাউকে ছাড় দেয়া হবে না।’

মন্ত্রী আরো বলেন, স্বাধীনতাবিরোধী, রাজাকার ও বিতর্কিত কেউ মুক্তিযোদ্ধার তালিকায় থাকতে পারবে না। যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বাদ দিয়েই তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেয়া হবে।

রোববার (১৩ অক্টোবর) বিকালে জামালপুরের ইসলামপুর কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

মুক্তিযোদ্ধা সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১ কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।

এনআই

আরও পড়ুন