• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৯:০৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৯:০৬ পিএম

লক্ষ্মীপুরে সুপারি পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে সুপারি পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে মো. শাহিন (১৩) নামে এক স্কুলছাত্রের করুন মৃত্যু হয়েছে। বুধবার (২০) নভেম্বর বিকালে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহিন উপজেলার কুতুবপুর গ্রামের কৃষক সুলতান আহমদের ছেলে। সে ধর্মপুর শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও স্কুলে যায় শাহিন। কিন্তু স্কুল থেকে পাশ্ববর্তী বাড়ির ব্যবসায়ী উম্মেশ দাসের গাছে সুপারি পাড়তে ওঠে। এক পর্যায়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা কৃষক সুলতান আহাম্মদ বলেন, বাগানের মালিক উম্মেশ দাস আমার ছেলেকে জোর করে সুপারি পাড়তে গাছে উঠায়। এরপর এই দুর্ঘটনা ঘটে। আমি এর বিচার চাই। 

এ ঘটনায় সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান বলেন, সুপারি পাড়তে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাটি শুনেছি। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

একেএস

আরও পড়ুন