• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০১৮, ০৪:৪৮ পিএম

রাজশাহীতে ১১৩ ভোট কেন্দ্রের মধ্যে ৮৯টিই ঝুঁকিপূর্ণ

রাজশাহীতে ১১৩ ভোট কেন্দ্রের মধ্যে ৮৯টিই ঝুঁকিপূর্ণ

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ১১৩ ভোট কেন্দ্রের মধ্যে ৮৯ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটাররা যাতে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে প্রশাসন।   

নির্বাচন অফিস জানায়, দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১৩টি। ভোটার ৩ লাখ এক হাজার ৭৭৮ জন। পুঠিয়া উপজেলায় ১ লাখ ৬০ হাজার ৫৭৮ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৯৭৫ জন ও মহিলা ৭৯ হাজার ৬০৩ জন। 
দুর্গাপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ২০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৫৫০ জন ও মহিলা ভোটার ৭০ হাজার ৬৫০ জন। 

পুঠিয়া উপজেলায় মোট ৬০ ভোট কেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন প্রশাসন। সাধারণ কেন্দ্র রয়েছে ১১টি। দুর্গাপুর উপজেলায় ৫৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সাধারণ ভোট কেন্দ্র ১৩ টি।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহামুদ জানান, উপজেলায় তেমন কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তবে ৬০ টি কেন্দ্রের মধ্যে ৪৯ টি ভোট কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভোটাররা যেনো স্বচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য প্রয়োজনী নেওয়া হচ্ছে।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, বিজিবিসহ বিভিন্ন আইন-শৃখলা বাহিনীর সার্বক্ষনিক নজর রাখবেন ভোটকেন্দ্রগুলোতে। 

দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন জানান, তারা সকল প্রস্তুতি প্রায় শেষ করে এনেছেন।

পুঠিয়া-দুর্গাপুর আসনে ভোটের লড়ছেন ৫ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের ডা. মনসুর রহমান, বিএনপির  নজরুল ইসলাম মণ্ডল, জাতীয় পার্টির অধ্যাপক আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর  রুহুল আমীন ও জাকের পার্টির শফিকুল ইসলাম।

টিএফ/এসএমএম