• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২২, ২০২০, ০২:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২২, ২০২০, ০২:৩৫ পিএম

সিলেটে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

সিলেটে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু
সিলেট করোনা আইসোলেশন সেন্টার ● সংগৃহীত

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২২ মার্চ) গভীর রাতে মারা যান তিনি।

জানা যায়, ষাটোর্ধ্ব ওই নারী ৪ মার্চ (বুধবার) লন্ডন থেকে দেশে ফেরেন। আসার পর থেকেই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে ২০ মার্চ (শুক্রবার) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। 

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, ৪ মার্চ (বুধবার) লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। এরপর অসুস্থ হয়ে পড়লে ২০ মার্চ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে সেখানে তিনি মারা যান। 

তিনি বলেন, তার দেহে করোনাভাইরাস আছে কিনা তা শনাক্তে, রোববার (২২ মার্চ) ঢাকা থেকে আইইডিসিআর-এর লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।

এসএমএম